Frindship

বন্ধুত্ব তো এমনি হয়! ❤️‍🩹

মাইলস্টোনের দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন
ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল। ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, “এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মারা যাবে”।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল। মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, “আমি তোমাকে বলেছিলাম সে মারা গেছে”।

ছাত্রটি উত্তর দেয়: ‘না স্যার, যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো – আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

❝ আমি জানতাম তুমি আসবে ❞।

Fb img 1753184707698বন্ধুত্ব ❤️ এটাই হচ্ছে আসল বন্ধুত্ব 🤝💝🥰