চলছে তুফান সিনেমার প্রি প্রোডাকশনের কাজ। এরকম সেটই দেখা যাবে সিনেমায়। ভারতের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে নির্মিত হচ্ছে এই সেট। ১৯৯৫ সালের মহা মিলন ছবির পোস্টার দেখা যাচ্ছে একটি হলে। ঐ সময়কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে তুফান।
অন্যদিকে যে বাজেট অপারেশন জ্যাকপট পেয়েছে তারাও চাইলে এমন যত্ন করে সিনেমাটা বানাতে পারতো। সেই আশা ও পরিকল্পনা নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করছিলেন গুনি নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। অথচ তার কাছ থেকে সিনেমাটা ছিনিয়ে নিয়ে দিয়ে দেয়া হলো কিছু অথর্বদের হাতে।