এমপি হতে চান অপু বিশ্বাস

এমপি হতে চান অপু বিশ্বাস

Fb Img 1704593984755

এমপি হতে চান Apu Biswas

পর্দা থেকে রাজনীতির মাঠে শিল্পীদের নাম লেখানোর ইতিহাস পুরনো। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন একাধিক তারকা। অন্যদিকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপু বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই।’

এ সময় অভিনেত্রী বলেন, ‘সবাই জানেন আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’

অপু বিশ্বাস বলেন, ‘জণগণের জন্য অবশ্যই কাজ করব, সাংবাদিকদের জন্য আমি অনেক কিছু করতে চাই, যদি সুযোগ পাই।

এর আগে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে অপু বলেছিলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে।’

প্রসঙ্গত, অপু বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌসকে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan