বুককিপিং এন্ড একাউন্টিং প্রশিক্ষণ কোর্স
*********************************
“সকল সফল ব্যবসায়ের মূলে রয়েছে সঠিক হিসাব কৌশল”
যেকোন বিষয়ে অধ্যয়নকৃতদের জন্য কোর্সটি উপযোগী এবং সঠিক ভাবে হিসাবরক্ষণ ও হিসাব সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত জরুরি।
কোর্সের মেয়াদ: ০৬ আগস্ট – ১০ আগস্ট ২০২৩; ক্লাসঃ সকাল ০৯.০০টা থেকে বিকাল ০৫.০০ টা পর্যন্ত।�
কোর্সের মাধ্যম:
স্বাস্থ্যবিধি মেনে স্কিটির প্রশিক্ষণ রুমে সর্বোচ্চ ১৫ (পনের) জনকে সশরীরে এবং নির্বাচিত বাকি প্রার্থীগণ Zoom অ্যাপের মাধ্যমে অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন (কোর্স ফি জমাদানের পর Zoom আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে)।�
উদ্দেশ্য:
অফিস নির্বাহী, শিল্প মালিক ও এ বিষয়ে ক্যারিয়ার গঠনে আগ্রহীদের হিসাবরক্ষণ বিষয়ে জ্ঞান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন এবং হিসাবের ভুল ক্রটি রোধসহ শুদ্ধ ভাবে নিট মুনাফা নির্ণয় ও ব্যবসায় আর্থিক অবস্থা বিশ্লেষণ পূর্বক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলা।�
বিষয়বস্তু:
আর্থিক লেনদেন বিশ্লেষণ, ডেবিট ও ক্রেডিট নির্ণয় পদ্ধতি, ডেবিট, ক্রেডিট ও জার্নাল ভাউচার প্রস্তুতকরণ, ভাউচার সমূহ ক্যাশ-ব্যাংক বইয়ে এবং জেনারেল ও সাব-লেজারে হিসাবভুক্তকরণ, রেওয়ামিল, হিসাবের ভুল সংশোধন এন্ট্র্রি, লাভ-লোকসান হিসাব ও ব্যালেন্সসীট তৈরী এবং ব্যাংক রিকনসিলিয়েশন ইত্যাদি।
ঋণ সহায়তা: সম্ভাবনাময় ও যোগ্য উদ্যোক্তাগণকে বিসিকের নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ প্রাপ্তিতে সহায়তা করা হবে।�
যোগ্যতা ও দলিলাদি : ন্যূনতম HSC / সমমান, সর্বশেষ সনদপত্র, NID ও ছবি ১ কপি।
কোর্স ফি: সশরীরে ২,০০০/-(দুই হাজার) টাকা এবং অনলাইনে ১,০০০/-(একহাজার) টাকা মাত্র
রেজিস্ট্রেশন: সর্বশেষ ০৬.০৮.২৩ সকাল ১০.০০ মিঃ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। �
যোগাযোগ:
মোঃ মাহমুদুল ইসলাম, কোর্স পরিচালক, ০১৭১৭-৪৭৭৩১২, রায়হান আতাহার, সহকারী অনুষদ সদস্য, ০১৫২০১০১২৮১, মোঃ আশিকুর রহমান জয়, কোর্স সমন্বয়কারী
০১৬৮২-৩৪০৯৪২ (বিকাশ),
প্রশিক্ষণের স্থান:
প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, স্কিটি, বিসিক, উত্তরা, ঢাকা।
বিঃ দ্রঃ : ডরমিটরীতে নিজ খরচে স্বল্পমূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে।
(সফলভাবে প্রশিক্ষণ শেষে সরকারি সনদপত্র বিতরণ করা হবে)