🎉শুরু হয়ে গিয়েছে “গ্রীন আর্থ কোয়েস্ট” প্রতিযোগিতা -২০২৩। দেশ সেরা মেধাবী দল জিতে নিবে ৩ লক্ষ টাকা নগদ পুরষ্কার। 🎉
•বিশ্ববিদ্যালয়ের যেকোনো সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা উন্মুক্ত।
•কুইজে অংশগ্রহণকারী দলকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময়কাল জুলাই ৩১, ২০২৩ থেকে সেপ্টেম্বর ২৩, ২০২৩
•একই স্কুল, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানের ৩ সদস্যের দল অংশগ্রহণ করতে পারবে। একই সদস্য একাধিক দলে থাকতে পারবে না।
•প্রতিটি দলকে অবশ্যই সঠিক নাম, ঠিকানা, ছবি এবং ফোন নম্বর ব্যবহার করতে হবে।
•কোনো প্রতিযোগী ভুল তথ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে কর্তৃপক্ষ সেই দলকে অযোগ্য ঘোষণা করতে পারে ৷
•কুইজ প্রতিযোগিতা বাস্তবায়নের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তি ও পরিবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
•কুইজ প্রতিযোগিতার পরিচালনা এবং ফলাফল সম্পর্কিত যে কোনও বিষয়ে কর্তৃপক্ষ বা আয়োজকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে৷
•জেলা পর্যায়ে উপযুক্ত বিজয়ী দল পাওয়া না গেলে সংশ্লিষ্ট বিভাগ থেকে উপযুক্ত বিজয়ী দল নির্বাচিত করা হবে।
📄ফ্রি রেজিস্ট্রেশনের জন্য এই লিংকে ক্লিক করুন: https://www.greenearthquest.org/registration
🖥রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ভিডিও: https://youtu.be/vP3YN5mmBfc
🌏যেকোনো প্রয়োজনে ভিজিট করুনঃ https://www.greenearthquest.org/
📂অথবা আমাদের ইনবক্স করতে পারেন।
#WorldBank
#green_earth_quest