পৃথিবীর সব লীগ থেকেই অফার আসতেছে, দোয়া করেন…
শুধু লংকান প্রিমিয়ার লীগেই না তাসকিনের অফার এসেছে আইপিএল সহ কাউন্টির মতো বড় বড় লীগ থেকে তবে জাতীয়দলের ব্যাস্ত সিডিউলে তাসকিন সময় না মেলাতে পারায় খেলতে পারছেন না। তবে আক্ষেপ নেই তা নিয়ে। বলেছেন, দোয়া করবেন যেন সুস্থ থাকি। সুস্থ থাকলে সব লীগেই খেলতে পারবো।