কবে বাজারে আসছে রাশিয়ান করোনা ‘ভ্যাকসিন’ জানালেন পুতিনের স্বাস্থ্যমন্ত্রী

কবে বাজারে আসছে রাশিয়ান করোনা ‘ভ্যাকসিন’ জানালেন পুতিনের স্বাস্থ্যমন্ত্রী

ওেনরসেনরমসম

১৫ অগাস্ট ভারত করোনা ভ্যাকসিন পাবে বলে দাবি করেছিল আইসিএমআর। সেই দাবি কতটা পূরণ হবে জানা নেই তবে তার আগে রাশিয়া কেল্লা ফতে করে ফেলেছে। ভ্লাদিমির পুতিন গতকালই ঘোষণা করেছেন করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে ফেলেছেন তাঁরা। নিজের মেয়েকেও সেই ভ্যাকসিন দিয়েছেন তিনি। তবে বাজারে এই ভ্যাকসিন কবে আসছে তার ইঙ্গিত দিয়েছেন পুতিনের স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভ্যাকসিন বাজারে করোনা ভ্যাকসিন বাজারে আরে বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর ২ সপ্তাহ পরেই বাজারে চলে আসছে রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন স্পুৎনিক। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মরোস্কো জানিয়েছেন, উৎপাদনের তোরজোর চলছে। ২ সপ্তাহের মদ্যেই অর্থাৎ অগাস্ট মাসের শেষেই বাজারে আনা হবে করোনা ভাইরাসের ভ্যাকসিন। করোনা ভাইরাসের টীকা আনল রাশিয়া করোনা ভাইরাসের টীকা আনল রাশিয়া গতকালই রাশিয়ার প্রেসিেডন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন তৈরি করার কথা ঘোষণা করেন। স্পুৎনিক নামে এই ভ্যাকনিস সাফল্যের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। নিজের মেয়ে উপর এই ভ্যাকসিনে প্রয়োগ করেছেন বলে দাবি করেন পুতিন যদিও কোন মেয়ের উপর তিনি এই ভ্যাকসিন প্রয়োগ করেছেন তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি। ভারত কবে পাবে ভারত কবে পাবে ইতিমধ্যেই ভারত রাশিয়ার কাছে করোনা ভ্যাকসিন চেয়ে পাঠিয়েছে। তবে কবে সেই ভ্যাকসিন পাওয়া যাবে তা নিয়ে এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে ভারতের হাতে যে রাশিয়ার ভ্যাকসিন আসছেই তার নিশ্চয়তা রয়েছে। কারণ পুতিনের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভাল। তাই রাশিয়া ফিরিয়ে দেবে না বলেই মনে করা হচ্ছে। ১৫ অগাস্ট কী হবে ১৫ অগাস্ট কী হবে কয়েকদিন আগেই আইসিএমআর দাবি করেছিল ১৫ অগাস্ট ভারতের হাতে আসছে করোনা টীকা। সেই মতো কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরুও হয়ে গিয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া এখনও সফল হয়নি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan