আসন্ন ভুজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ হেভীয়েট চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা

আসন্ন ভুজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ হেভীয়েট চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা

282625536 503370361571955 9111857534828910120 N

মুহাম্মদ নেজাম উদদীন ফটিকছড়ি চট্টগ্রাম.1060
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে আগামী ১৫-০৬-২০২২ইংরেজী ইউপি নির্বাচনে অংশগ্রহনের জন্য ৬ চেয়ারম্যানসহ ৬৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষদিন মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।১৭-০৫-২০২২ইংরেজী মঙ্গলবার ৪ নং ভূজপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে, আওয়ামী লীগের দলীয় মনেনীত প্রার্থী ইব্রাহীম তালুকদার দলীয় প্রতীক নৌকা নিয়ে আসলেও বাকি পাঁচজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়ন জমা দেন।তারা হলেন- এসএমএইচ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন, তাপস চন্দ, মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ বেলাল উদ্দিন।এছাড়া সাধারণ সদস্য পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মে) সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কাছে ভূজপুর ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রথমবারের মতো ভূজপুর ইউপিতে ইভিএমে সকল কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে, ভোট গ্রহণ ১৫ জুন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan