মোঃ আবু তালেব আইডিনং-৯৫২ ঝিনাইগাতি শেরপুর প্রতিনিধিঃ০১/০৫/২০২২ইং গৌরীপুর সমাজ সেবা সংগঠন এর উদ্দ্যোগে বনগাঁও আইডিয়াল একাডেমীতে ইফতার ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপসামগ্রী বিতরণ করেন । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্বনাব মোঃ আঃ রউফ খতিব বনগাঁও নতুন বাজার জামে মসজিদ প্রধান অতিথি ৪নং গৌরীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জ্বনাব মোঃ আশরাফুল ইসলাম পলাশ সহ অত্র সংগঠনের সভাপতি ইন্জিনিয়ার মোঃ সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান। সংগঠনের সকল সদস্যদের উপস্থিতি ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।সংগঠনটির বয়স মাত্র ৪ মাস। সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের অ ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ১৩০ জন হত দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে সংগঠনের সকল সদস্য আনন্দিত।সংগঠনটির এই সাহায্য সহযোগিতার হাত চলমান থাকবে।অত্র সংগঠনের কার্যপরিক্রমায় অভিহিত হয়ে চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ সাহেব সংগঠনটিকে সার্বিকসহযোগিতার করবেন।