উৎসব মুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান পালন করল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট

উৎসব মুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান পালন করল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট

279162211 3164998667153778 6602810564398693808 N

গোলাম কিবরিয়া রিপোর্টার সিলেট আইডি নং ১০৬৫ :নবনিযুক্ত নার্সিং কর্মকর্তাদের (২০২০-২০২১) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান। রাজকীয় এই অভিষেকেঅভিসিক্ত হল নবাগত তরুন নার্সিং অফিসাররা। সবার চোখে মুখে তৃপ্তির হাসি! বাধভাঙ্গা উচ্ছ্বাস আর উদ্দীপনায় পালিত হল এই অনুষ্ঠান। মুল আয়োজক বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট। সর্বোপরি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব মাহবুবুর রহমান ভূইয়া স্যারের ঐকান্তিক সহযোগিতায় অনুষ্ঠিত হল এই রাজকীয় নবীনবরন অনুষ্ঠান। অনুষ্ঠানের মুল মধ্যমনি ছিলেন গনপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্র মন্ত্রী জনাব একে আব্দুল মোমেন স্যার।তার উপস্তিতি নবাগত নার্সদের নতুন উদ্যমে কাজ করার প্রেরণা যুগিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব মোর্শেদ আহমদ চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিঃ জেঃ জনাবমাহবুবুররহমান ভুইয়া এবং বিভাগীয় পরিচালক স্বাস্হ (সিলেট) জনাব হিমাংশু লাল রায়। অনুষ্ঠানকে সার্বিক ভাবে পরিচালনা করেছে বিএনএ সিলেট। তরুনের অভিযানে তরুন প্রজন্মের সাধারনসম্পাদক(বিএনএ,সিলেট) ইসরাইল আলী সাদেক, সভাপতি শামিমা নাসরিন, যুগ্ন সাধারন সম্পাদক সুলেমান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবাগত নার্সদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।।।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan