নাগরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
- Update Time :
বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
-
৯০
Time View
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফ্রেরুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয় । করোনা সংক্রামণ এড়াতে সীমিত পরিসরে স্থানীয় প্রাণিসম্পদের সাথে সম্পৃক্ত ও প্রাণিসম্পদ খামারিসহ ডেইরি ফার্ম মালিকদের নিয়ে এ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় ।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারুক হোসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সোহেল রানা, কৃষি কর্মকর্তা আবদুল মতিন বিশ্বাস, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জাফরুল হাসান রিপন সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে স্থানীয় প্রাণিসম্পদ উদ্যোক্তা ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media