হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান

Image 30570 1644844564

জেলায় আজ উপহার হিসাবে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ সুবিধাসহ অ্যাম্বুলেন্স প্রদান করেছে ভারত।
আজ সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ।
বিশেষ অতিথি ছিলেন- সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল ও হবিগঞ্জের সিভিল সার্জন নুরুল হক।
এ অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গতি গবিন্দ দাশ, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan