ডোমারে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচির শিখন কেন্দ্রের উদ্বোধন ও বই বিতরণ

ডোমারে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচির শিখন কেন্দ্রের উদ্বোধন ও বই বিতরণ

273154556 4590320954412196 8856427886859924239 N

সুমন রেয়াজী, ডোমার(নীলফামারী) প্রতিনিধি,আইডি ৪৪২ : নীলফামারীর ডোমার উপজেলায় ‘আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচির আওতায় শিখন কেন্দ্রের উদ্বোধন ও বই বিতরণ করা হয়েছে। ডোমারে ৭০ টি ইস্কুলে ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষার ধারায় ফিরিয়ে আনার লক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্বাবধানে ও বাস্তবায়নকারী সংস্থা,গন উন্নয়ন কেন্দ্র(জিইউকে) বাস্তবায়ন ও বাস্তবায়ন সহযোগী সংস্থা উন্নয়ন পরিষদ(উপ) পরিচালনায় ১৪ বছরের শিশুদের জন্য ডোমার উপজেলায় ৭০ টি ইস্কুলে শিশুদের সংক্ষিপ্ত সিলেবাসে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছয় মাস এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে এক বছর করে শিক্ষা দেওয়ার মাধ্যমে গতানুগতিক শিক্ষার ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে, বাস্তবায়ন সহযোগী সংস্থা উন্নয়ন পরিষদের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার মাননীয় সংসদ সদস্য নীলফামারী -১,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইচ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম,জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান,ডোমার উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন প্রমূখ। অতিথিরা বলেন এই কর্মসূচির আওতায় অধ্যয়নরত সকল শিক্ষার্থীর প্রয়োজনীয় খরচ বিনামূল্যে প্রদান করা হবে।এবং প্রত্যেক ইস্কুলে ৩০ জন করে শিক্ষার্থী সংক্ষিপ্ত সিলেবাসে পড়ালেখা করবে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan