কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্যাচ ৯৩ দুই সহপাঠী জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় ব্যাচ ৯৩ র পক্ষ হতে সম্মাননা প্রদান

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্যাচ ৯৩ দুই সহপাঠী জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় ব্যাচ ৯৩ র পক্ষ হতে সম্মাননা প্রদান

271970369 3173180006265311 2974027285536089830 N

লোকমান হাকিম (লিটন) জেলা প্রতিনিধি কুড়িগ্রাম আইডি নংঃ-১০০৮ :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এস,এম,আব্দুর রাজ্জাক ও নাগেশ্বরী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ- আশরাফুল ইসলাম (ইসরাইল) জনগনের ভোটে নির্বাচিত হওয়ায় ব্যাচ ৯৩ র পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা জামান সহ
স্থানীয় গণ্য মাণ্য ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
এ সময় বক্তৃতারা তাদের জনগনের অধিকার ও সুরক্ষিত সমাজ গঠনের লক্ষ্য সম্পর্কে আলোচনা প্রদান করেন।এস এম আব্দুর রাজ্জাক ও মোঃ-আশরাফুল ইসলাম (ইসরাইল) সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
যেন জনগণের কল্যাণক কাজ কৃতিত্বের সহিত সম্পূর্ণ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan