বুক এমপোরিয়াম এমডি’র মায়ের মৃত্যতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বুক এমপোরিয়াম এমডি’র মায়ের মৃত্যতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

271602825 6409197435817065 5048469147167770147 N

শফিক ইসলাম, যশোর (৭১৮) প্রতিনিধি:গতকাল ১০ জানুয়ারি ২০২২ ঢাকাস্থ ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কুরআনের হিফজ বিভাগে বাদ এশা বুক এমপোরিয়াম এমডি’র মায়ের রূহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাচ্ছিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান, শাহজাদপুর ভোলা জামে মসজিদের খতিব মাওলানা সারওয়ার হোসাইন ইয়াকুবি।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সৌদি দূতাবাসের সেক্রেটারি, মাদ্রাসাতুল কুরআন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম, মানারাত ঢাকা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক, মাদ্রাসাতুল কুরআন ফাউন্ডেশনের ইসি সদস্য জনাব বোরহান উদ্দিন ও মরহুমার সেজ ছেলে মাদ্রাসা ফাউন্ডেশনের ইসি সদস্য জনাব কবিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা ফাউন্ডেশনের অন্যান্য ইসি সদস্যগণ, ফাউন্ডেশনের সাধারণ সদস্যগণ, হিফজ বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী ও হিফজ বিভাগের প্রায় ৮০ জন ছাত্র।
অপরদিকে, গত ৮ জানুয়ারি ২০২২ বুক এমপরিয়ামের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে প্রতিষ্ঠানের এম ডি-এর মায়ের মৃত্যতে পরিচালক মার্কেটিং এন্ড প্লানিং এর প্রস্তাবের প্রেক্ষিতে একটি শোক প্রস্তাব গৃহিত হয়েছে। মিটিং শেষে আম্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পরিচালক সেলস এন্ড কমিউনিকেশন। উল্লেখ্য যে, এমডি’র মা গত ২৯ ডিসেম্বর, ২০২১ রাত ৯ টার দিকে হার্ট এটাকে মৃতুবরন করেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan