ডোমারে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টিতে স্বতন্ত্র ও ৩টিতে নৌকার বিজয়

ডোমারে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টিতে স্বতন্ত্র ও ৩টিতে নৌকার বিজয়

271156878 4485251134919179 4824349090914957522 N

সুমন রেয়াজী,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃআইডি ৪৪২। নীলফামারীর ডোমার উপজেলার ১০ টি ইউনিয়নে গতকাল বুধবার (৫ই জানুয়ারী) পঞ্চম ধাপে অনুষ্ঠিত হয়েছে ইউপি নির্বাচন ২০২২। নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের চেয়ে স্বতন্ত্র প্রার্থীরাই বিজয়ী হয়েছেন বেশি। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১০টি ইউনিয়নের মধ্যে ৭ টি ইউনিয়নে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। বাকি ৩টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ৩ জন চেয়ারম্যান প্রার্থী। বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন যারা-ডোমার সদর ইউনিয়নে মাসুম আহম্মেদ, সোনারায় ইউনিয়নে গোলাম ফিরোজ চৌধুরী এবং হরিনচড়া ইউনিয়নে রাসেল রানা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন যারা-ভোগডাবুরী ইউনিয়নে-রেয়াজুল ইসলাম কালু, (আনারস)।কেতকীবাড়ী ইউনিয়নে – রশিদুল ইসলাম রোমান,(অটোরিক্সা)।গোমনাতি ইউনিয়নে- আহম্মেদ ফয়সাল শুভ,(মোটরসাইকেল)। জোরাবাড়ী ইউনিয়নে-সাখাওয়াত হাবিব বাবু,(অটোরিক্সা)। বামুনিয়া ইউনিয়নে- মমিনুর রহমান,(মোটরসাইকেল)।পাঙ্গামটুকপুর ইউনিয়নে – আব্দুল হাকিম ভুট্টু, (চশমা)। বোড়াগাড়ী ইউনিয়নে – আমিনুল ইসলাম রিমন, (আনারস)।এর আগে সকাল ৮ টা থেকে ১০ টি ইউনিয়নের ৯০ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন ও স্থানীয় ভোটাররা।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan