সুন্দরগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
- Update Time :
মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
-
১৬
Time View
গাইবান্ধা রিপোর্টার (৯৭৮), তারিখ ;- ০৪ জানুয়ারি রোজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবদুল মতিন শপথ বাক্য পাঠ করান।
জেলা প্রশাসক বলেন সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বূত্ত হয়ে দায়িত্ব পালন করতে হবে।
তিনি ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকারের প্রাণ কেন্দ্র, তাই সরকারি সকল সুবিধা আপনারা নিশ্চিত করবেন।
আরও বলেন নিজ দায়িত্ব থেকে জনগণ কে সেবা দিতে হবে।কোন প্রকার অন্যায়, অনিয়ম ও দূর্নীতি করা যাবে না।
(উল্লেখ্য ২৮ নভেম্বর ২০২১ সালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ১৩ ইউনিয়নে। কঞ্চিবাড়ী ও শ্রীপুর ইউনিয়নে একটি করে কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় উক্ত ইউনিয়ন চেয়ারম্যানদের শপথ নেয়া হয়নি)
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব রোকসানা বেগমের সভাপতিত্বে উক্ত শপথ অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলাপ্রশাসক, (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার সুন্দরগঞ্জ, সহকারী কমিশনারগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
Please Share This Post in Your Social Media