রাণীশংকৈলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

রাণীশংকৈলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

117385825 2659702981025307 6052461593474633400 N

হুমায়ুন কবির, আইডি নং ৭৩৩ রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল- নেকমরদ মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১১ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় মহাসড়কের খুটিয়াটলি এলাকায় একটি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছ , মোটরসাইকেল আরোহী নিহত যুবক তামিম (২৫) হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুল হান্নানের ছেলে। সে রানীশংকৈল থেকে নেকমরদ যাওয়ার পথে খুটিয়াটলি নামক স্থানে খড়ি ভর্তি একটি ভ্যানগাড়ীকে সাইড দেওয়ার সময় অপর দিক থেকে আসা একটি ট্রাকের (ট- ২২-২৫৩৩) সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে তামিম ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তামিমকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে দিনাজপুর নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

রানীশংকৈল থানার এস আই শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের লোকজনকে পাওয়া যায়নি, তবে ট্রাকটিকে থানায় আটক রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan