মৌলভীবাজারে উদ্বোধন হলো পুনাক মেলা ২০২১
- Update Time :
শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
-
৩৬
Time View
মৌলভীবাজার থেকে কপিল দেবঃ
মৌলভীবাজারে পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক)মৌলভীবাজার এর উদ্দোগে শুভ উদ্বোধন হলো পুলিশ নারী কল্যান(পুনাক)মেলা-২০২১।
শুক্রবার বিকাল ৪টায় মৌলভীবাজার পৌরশহরের কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সামিয়া সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানিয়া তাহির মিজু,অনিমা বর্মন,সৈয়দা মুনিয়া জান্নাতুল।
স্বাগত বক্তব্যে রাখেন, শেখ ইফফাত আরা ইসলাম।এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাযায়,পুলিশ নারীকল্যান(পুনাক)
মেলা-২০২১ আজ ৩রা ডিসেম্বর থেকে পুরো মাসব্যাপী এ মেলা চলবে।মেলায় দেশের বিভিন্ন প্রান্তথেকে দোকানীরা বিভিন্ন ধরনের দোকান নিয়ে বসেছেন তন্মধ্যে,গৃহস্থালি সামগ্রী, পণ্য মোড়কীকরণের উপকরণ, প্ল্যাস্টিক মোল্ড, খেলনা, আসবাব, মেলামাইন, পোশাক খাতের সরঞ্জাম,ফাস্ট ফুড ও নাগরদোলা,চরকী ইত্যাদি প্রদর্শন করছে।মেলায় আজ প্রথম দিনে বিভিন্ন শ্রেণীর নারী-পুরুষ,ছোট বাচ্চাসহ দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
Please Share This Post in Your Social Media