গলাচিপায় কালাজ্বর নির্মূলে অবহিত করণ সভা

গলাচিপায় কালাজ্বর নির্মূলে অবহিত করণ সভা

Galachipa Pic 30.11.2021

ঘাতক ব্যাধি কালাজ্বর নির্মূলে গলাচিপায় বিভিন্ন শ্রেনী পেশার সরকারি করর্মকর্তা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক, ঈমাম গণমাধ্যমকর্মী সমন্নয়ে গলাচিপা উপজেলা সদর হাসপাতাল অডিটরিয়াম হলরুমে বিকাল ৩ টায় এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জন নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহীন শাহ । বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপসহকারী কৃষি অফিসার আরজ আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী যুব উন্নয়ন কর্মকর্তা, তথ্য আপা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ গ্রহন করেন। বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন সভা সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (সি বি এইচ সি) ডা: হাবিবুর রহমান সার্বিক বিষয়ে কালাজ¦র সংক্রান্ত নান বিধ তথ্য ও চিত্র প্রোজেক্টরের মাধ্যমে তুলে ধরে এন ডি পি’র কর্মকর্তা পংকোজ ঘোষ, এইচ পি এন এস পি’র সহযোগিতায় এবং কালাজ¦র নিমূল কর্মসূচীর আলোকে জন সাধারণ কে এই মরন ব্যধি ঘাতক কালাজ¦র নিমূল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan