বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক রবিবার মিরপুরে অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট আলোক হাসপাতাল লিঃ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আলোক হাসাপাতাল লিঃ এর চেয়ারম্যান এম. এ. মজিদ মিয়া আমার খুব ঘনিষ্ট। তিনি এই মিরপুরের মাটিতে হাঁটি হাঁটি পা পা করে আলোক হাসপাতালটি চালু করেন, আজ সেই হাসপাতালটি ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নিত হতে যাচ্ছে। তার এই অক্লান্ত পরিশ্রম, ধৈর্য ও নম্র ব্যবহারের উপহার হিসাবে আল্লাহ তাআলা তাকে এই স্থানে নিয়ে এসেছেন। আমি তার পরিবার ও তার প্রতিষ্ঠানের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করি। স্বচ্ছতা ও নীতির মধ্যে থেকে উক্ত হাসপাতালটি পরিচালনা করে উক্ত এলাকাসহ সারা বাংলাদেশর জনগণের সেবা দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো। এম. এ. মজিদ এর ব্যবস্থাপনায় আলোক হাসপাতালটি জনগণের সেবার মধ্য দিয়ে এর শুনাম প্রতিটি লোকের মুখে মুখে প্রচার হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ঢাকা-১৬ আসনের করোনাকালীন সময়ে আলোক আমাদের নেতাকর্মীদের সেবা দিয়েছে। দেশবাসীর পাশে ছিল। আমার সংসদীয় এলাকায় এম. এ. মজিদ এরকম ১০০ শয্যা বিশিষ্ট্য হাসপাতাল নির্মাণ করার ফলে আমার এলাকার জনগণ সুন্দর স্বাস্থ্য সেবা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিয়েছেন। ১০০ শয্যা বিশিষ্ট আলোক হাসপাতালটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজ