ডোমার থানায় নতুন ওসি যোগদানের একদিন পরেই স্কুলে চুরির মালামাল উদ্ধার ও ২ জন গ্রেফতার
- Update Time :
বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
-
১১১
Time View
সুমন রেয়াজী, জেলা প্রতিনিধি,নীলফামারী ।আইডি ৪৪২: নীলফামারীর ডোমার থানা পুলিশের সাড়াশি অভিযানে একদিনে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চুরিকৃত মালামাল উদ্ধার ও দুজন চোরকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। গত সোমবার রাতে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগার ব্যবহারিক রুমের তালা ভেংগে 2টি জটিল অণুবিক্ষন যন্ত্র, ২ টি সরল অণুবিক্ষণ যন্ত্র,ডিজিটাল ওয়েট মেশিন একটি বড়, একটি ছোট, ১০০ টি ক্লামসহ আরো কিছু মালামাল চুরি হয়।গত সোমবার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম বাদী হয়ে ডোমার থানায় চুরির জন্য এজাহার দায়ের করেন, যাহার মামলা নং ৯ নবাগত ওসি সাইফুল ইসলাম যোগদান করেই মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা করেন ৩ ঘন্টার অভিযানে চুরিকৃত কিছু মালামাল উদ্ধার করেন ও দুজনচোর কে গ্রেফতার করেন। গ্রেফতার দুজন, রুহুল আমিন মুন্না (২২)পিতা আব্দুল মালেক গ্রাম পু্র্বচিকন মাটি সবুজ পাড়া (ছাগলটারী)মোঃ নওশাদ হোসেন(২৭)পিতা আফজাল হোসেন, গ্রাম পুর্ব চিকনমাটি ডাংগাপাড়া।উদ্ধারকৃত মালামালের মধ্যে ১ টি জটিল অনুবিক্ষন যন্ত্র, ১ টি সরল অণুবিক্ষন যন্ত্র , ১ টি ছোট ওয়েট মেশিন,১ টি কিটবক্স,১০টি ক্লাম। গ্রেফতারকৃত দুজনকে,
৩৮০/৪৫৭ ধারাতে আজকে ২২ সেপ্টেম্বর বুধবার সকালে জেলহাজতে প্রেরন করা হয় । এ বিষয়ে ডোমার থানার নবাগত অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম জানান, ডোমার থানায় যোগদান করে আমি ওসি তদন্ত সোহেল রানা সংঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চুরিকৃত মালামাল উদ্ধার করে দুজনকে আটক করি আর কেউ জড়িত আছে কিনা তদন্ত চলছে।
Please Share This Post in Your Social Media