পাংশায় জুয়ার আসর থেকে ইউপি সদস্য আবুল মন্ডল সহ ১৩ জন গ্রেপ্তার

পাংশায় জুয়ার আসর থেকে ইউপি সদস্য আবুল মন্ডল সহ ১৩ জন গ্রেপ্তার

241475435 1020466308789556 2326438941492552369 N

শামিম বিশ্বাস, রাজবাড়ী।
আইডি নংঃ ১০১৫
রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযানে ইউপি সদস্য আবুল মন্ডল সহ ১৩ জুয়ারী ও এক জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বেরিবাঁধ সংলগ্ন জামাল খাঁ নামের এক ব্যক্তির বসত ঘর থেকে জুয়া খেলা অবস্থায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, হাবাসপুর ইউনিয়নের ৮নং ইউপি সমস্য আবুল মন্ডর(৫০), মিন্টু শেখ (৩৮), জিল্লু মল্লিক (৪১), হিদাই প্রামানিক (৪০), বিল্লাল হোসেন (৩৮), সাইদুল ইসলাম (৪০), ফিরোজ মন্ডল (৪০), মোঃ নয়ন (২৭) রোকন মন্ডল (৩৫), তোফাজ্জল সরদার (৩৯), হেলাল(৩৫), আজিম সর্দার (৩৭) ও জামাল খাঁ (৩৫)। সবাই হাবাসপুর ও পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা।
এছাড়াও ৫টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মো. রশিদ প্রামানিক (৫০) কে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
এ সময় জুয়ারীদের কাছ থেকে ৬৬ হাজার ৯৫০ টাকা, ৪ বান্ডিল তাস ও ২ প্যাকেট ৮ শলাকা ডারবি সিগারেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এঘটনায় ১৮৬৭ সারের জুয়া আইনের তিন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরোও বলেন, সমাজ থেকে মাদক সহ সমস্ত অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan