পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু

242043843 1301994813555311 3516412933417408380 N

সাম্পান মাহমুদ, রাজবাড়ী ঃ-
রাজবাড়ীর পাংশায় পানিতে ডুবে সামিরা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সামিরা বালিয়াপাড়া গ্রামের সামাদ মন্ডলের একমাত্র কন্যা।
সামিরার পরিবার সূত্রে জানা যায় বেশ কিছু দিন ধরেই তাদের বাড়ির আশপাশ বৃষ্টির পানিতে ডুবে আছে৷ সকালে সামিরা তার কয়েকজন খেলার সাথীদের সাথে খেলা করতে করতে পাশেই পানি জমে থাকা ডোবায় পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সামিরাকে মৃত ঘোষণা করেন।এমন মর্মান্তিক ঘটনায় পুরো পরিবার টিতে শোকের মাতম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan