১০০ গ্রাম গাঁজাসহ ভোলায় মহিলা মাদক কারবারি আটক

১০০ গ্রাম গাঁজাসহ ভোলায় মহিলা মাদক কারবারি আটক

241504412 3071507486406675 6800868281324123060 N

মোহাম্মদ আখতারুজ্জামান আইডি নং ৯৬৩ )  ১০-০৯-২০২১ তারিখ দুপুর ১৩.৫০ ঘটিকায় সময় এস আই (নিঃ) /মোঃ হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় ফোর্স সহ মাদক অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন চরসামাইয়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ সাহেবের চর গ্রামের ডগের বাড়ির ধৃত আসামীর বসত ঘরের সামনে হইতে মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগম (৪৫), স্বামী- মৃত আঃ রশিদ, সাং-সাহেবের চর (ডগের বাড়ি), ০৯নং ওয়ার্ড, চরসামাইয়া ইউপি, থানা ও জেলা- ভোলা এর নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত)গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan