নালিতাবাড়ির নন্নীতে পল্লীবিদ্যুৎ লোডশেডিং গরমে দিশেহারা মানুষ

নালিতাবাড়ির নন্নীতে পল্লীবিদ্যুৎ লোডশেডিং গরমে দিশেহারা মানুষ

241179369 2969878516620062 834650318568904074 N

শেরপুর সংবাদদাতাঃ-৮৩১ফিরোজ চৌধুরী
শেরপুরের নালিতাবাড়ির নন্নী এলাকায় সময়ে অসময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় অসহ্য বিরক্তিতে আছেন এলাকাবাসি।
ভুক্তভোগী এলাকাবাসী জানায়
রাত ১২ টায় বিদ্যুৎ চলে গেলে,কাচা ঘুম ভেঙ্গে অসহ্য গরম পুহাতে হয় দিন রাত ১-২ ঘন্টা পর পর বিদ্যুত আসা যাওয়া নিয়ম হয়ে দাড়িয়ে বলে জানান এলাকাবাসী,, বিদ্যুতের এমন লোডশেডিং বিশেষ করে বাচ্চাকাচ্চা সহ সকলের যন্ত্রণার এক মহাকালে রুপ নিয়েছে, বাজারের আরিফুর রহমান বলেন-
সরকার বিদ্যুৎ উৎপাদন বারানোর পাশাপাশি দেশব্যাপী বিদ্যুতের সাব স্টেশনগুলিও আপগ্রেড করেছে, আমরা এর সুফল পাচ্ছি না,কাদের জন্য এ সুফল?পল্লী বিদ্যুতের মহাযজ্ঞ দুর্নীতি কবে নাগাদ বন্ধ হবে? কার হাতে এর নিয়ন্ত্রণ? জনগন তা জানতে চায়?
এ ব্যাপারে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan