শেরপুরের নালিতাবাড়ির নন্নী এলাকায় সময়ে অসময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় অসহ্য বিরক্তিতে আছেন এলাকাবাসি।
ভুক্তভোগী এলাকাবাসী জানায়
রাত ১২ টায় বিদ্যুৎ চলে গেলে,কাচা ঘুম ভেঙ্গে অসহ্য গরম পুহাতে হয় দিন রাত ১-২ ঘন্টা পর পর বিদ্যুত আসা যাওয়া নিয়ম হয়ে দাড়িয়ে বলে জানান এলাকাবাসী,, বিদ্যুতের এমন লোডশেডিং বিশেষ করে বাচ্চাকাচ্চা সহ সকলের যন্ত্রণার এক মহাকালে রুপ নিয়েছে, বাজারের আরিফুর রহমান বলেন-
সরকার বিদ্যুৎ উৎপাদন বারানোর পাশাপাশি দেশব্যাপী বিদ্যুতের সাব স্টেশনগুলিও আপগ্রেড করেছে, আমরা এর সুফল পাচ্ছি না,কাদের জন্য এ সুফল?পল্লী বিদ্যুতের মহাযজ্ঞ দুর্নীতি কবে নাগাদ বন্ধ হবে? কার হাতে এর নিয়ন্ত্রণ? জনগন তা জানতে চায়?
এ ব্যাপারে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।