কালুখালী থানায় মেছো বাঘ আটক।

কালুখালী থানায় মেছো বাঘ আটক।

240149900 1010050069831180 3969190835465275823 N

শামিম বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ীর কালুখালীতে একটি মেছো বাঘ আটক করা হয়েছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের হাড়ীভাঙ্গা গ্রামের সোহাগের পোল্ট্রি ফার্ম থেকে বাঘটি আটক করা হয়।
থানা পুলিশ জানায়, মোছো মাঘটি সোহাগ পোল্ট্রি ফার্মে প্রায়ই রাতে এসে কৌশলে কয়েকটি মুরগী খেয়ে ফেলতো। বিষয়টি জানার পর ফার্মের মালিক একটি খাঁচার ফাদ পেতে কৌশলে মেছো বাঘটিকে আটক করে। পরে কালুখালী থানা পুলিশকে খবর দিলে থানার এসআই মোঃ আশিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে বাঘটিকে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মেছো বাঘটিকে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর সংবাদ দিয়েছি। তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan