নারিকেল গাছের চারা রোপণ

নারিকেল গাছের চারা রোপণ

239999243 2638306453129676 8367136483834174271 N

মাহাফুজ আইডি নং৯৭৩। ঠাকুরগাঁও পীরগন্জ উপজেলার পৌরসভার মেয়র জনাব মোঃইকরামুল হক এর পৃষ্ঠপোষকতায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণে পীরগন্জ রেলস্টেশনের প্রাচীর সংলগ্নে ৭১ টি নারিকেল গাছের চারা রোপণ করা হয়,উক্ত চারা রোপণ উদ্বোধন করেন পীরগন্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ ঠাকুরগাঁও(৩)জনাব মোঃইমদাদুল হক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃরেজাউল করিম,আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃরেজওয়ামুল হক বিপ্লব সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan