শ্রীপুরে মোটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত-১ -নিহত -১

শ্রীপুরে মোটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত-১ -নিহত -১

117240518 1031478240604572 2328571063127020229 N

জাহাঙ্গীর আলম বিডি ইউনিয়ন নিউজ শ্রীপুর উপজেলা প্রতিনিধি আইডি নং ৪৮৮

গাজীপুরের শ্রীপুরে ফুলবাড়িয়া রোডে বারতোপা মোড়ে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একজন নিহত-১ ও আহত-১।
সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, যে মাওনা টু ফুলবারিয়া সড়কের বারতোপা মোড়ে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় মাওনা আল-হেরা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ রেজাউল ইসলাম (২৮) নামে একজনকে মৃত ঘোষণা করেন।
অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রেজাউল ইসলাম (২৮) কুড়িগ্রামের রৌমারী থানার যাদুরচর এলাকার মোঃ ছলিম উদ্দিনের ছেলে।সে স্থানীয় একটি নির্মাণাধীন হেল্থ কেয়ার নামক কারখানায় ম্যানেজার পদে চাকরি করতেন।
এই ঘটনায় ইজিবাইক ও ইজিবাইক চালককে আটক করা হয়েছে।আটক কূত ইজিবাইকের ড্রাইভার মোঃআঃমান্নান (৫০) শ্রীপুর উপজেলার মাওনা

ইউনিয়নের শিমলা পাড়া গ্রামের মূত্য আঃমান্নানের সন্তান।মাওনা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ সোহেল রানা জানান ইজিবাইকের ড্রাইভার কে আটক করা হয়েছে এবং ইজিবাইক জব্দ করা হয়েছে। লাশের সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন মেডিক্যালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan