পাংশায় বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান

পাংশায় বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান

238556011 1004862290349958 7265484340622913522 N

শামিম বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে পাংশা উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আলী।
 সোমবার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চড় রামনগর, পূর্ব চড় আফরা, শাহ মিরপুর, হাবাসপুর ঘাট এবং চড় ঝিকড়ি এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাওর বেষ্টিত এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাদ্য সহায়তা প্রদান করেন।
সেই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম (আওন), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা মোঃ হেকমত আলী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মন্ডল ও জনপ্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ। বন্যার্তদের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan