কাঁদো বাংঙালী কাদো

কাঁদো বাংঙালী কাদো

235973894 1121914545279045 4182396402295763237 N

প্রদীপ হালদার রিপোর্টার কুমিল্লা জেলা আইডি নং-1016
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। বাঙালী জাতীর জীবনে এক শোক বিধুর দিন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বরন করেন।এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করা হয়ছিলো।আমরা এইদিনে বাংঙালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে ১৯৭৫-এর ১৫ আগষ্ট কালরাতে সকল সহীদদের বিদেহী আত্মার প্রতিও শ্রদ্ধা জ্ঞ্যাপন করছি।তাই জাতীর পিতা বঙ্গবন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, প্রজ্ঞা, ত্যাগ, কঠোর মনোবল ও সাহসিকতা তাঁকে বিশ্ব দরবারে অবিসংবাদিত করেছিলেন। দেশবাসী তাঁকে পরম বিশ্বাস ও আস্থার সঙ্গে অন্তরে স্থান দিয়েছেন। তিনি ছিলেন সর্বস্তরের গনমানুষের অন্তরের নেতা। সেই অবস্থান থেকেই তিনি হয়েছেন চিরঅম্লান, চিরভাস্বর, চিরঞ্জীব।
শোকাবহ এই দিনে আমাদের অঙ্গীকার- ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো
এটাই হোক আমাদের অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan