শেরপুর পৌর এলাকার অন্তর্গত মোবারকপুর আখের মাহমুদ বাজার হতে সামান্য অদূরে কুরুয়া রোডে, মোহাম্মদ ১নং ইটের ভাটার ২০০ হাত দূরে একটি ছোট ব্রিজ সংলগ্ন স্থানে একটি নবজাতক মেয়ে শিশু কে জীবিত প্যাকেটবন্দি অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে । কে বা কারা নবজাতক শিশুটি কে রাস্তায় ফেলে গেছে তা জানা যায়নি ।বর্তমানে মেয়েটি সুস্থ্য আছে ।