ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলার নবাগত এসিলেন্ড এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠন এর মতবিনিময় সভা

ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলার নবাগত এসিলেন্ড এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠন এর মতবিনিময় সভা

230776776 346045973811479 3446518329948735996 N

মোঃ নাহিদ হাসান লিটন আইডি নং (৯৬৫)
রানিশংকৈল হিলফুল ফুজুল সংগঠন ও রানিশংকৈল ফেসবুক ব্যবহারকারী গ্রুপের পক্ষ থেকে, রানিশংকৈল উপজেলা পরিষদের নবাগত এসিলেন্ড স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সাক্ষাৎ শেষে এসিলেন্ড স্যার সহ, রানিশংকৈল ভুমি অফিসে ২ টি ফুল গাছ রোপণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রানিশংকৈল উপজেলার নবাগত এসিলেন্ড স্যার জনাব, শ্রী ইন্দ্রজিৎ সাহা,রানিশংকৈল হিলফুল ফুজুল সংগঠন এর সিনিয়র সহ সভাপতি ও সাবেক ছাত্র নেতা মোঃ তামিম হোসাইন, রানিশংকৈল হিলফুল ফুজুল সংগঠন এর সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা, মোঃ রবিউল ইসলাম, রানিশংকৈল হিলফুল ফুজুল সংগঠন এর প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংবাদিক, নাহিদ হাসান লিটন, রানিশংকৈল ফেসবুক ব্যবহারকারী গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন,মোঃ হোসেন আলী, রানিশংকৈল ফেসবুক ব্যবহারকারী গ্রুপের এডমিন মোঃ সিজান মাহমুদ, রানিশংকৈল ফেসবুক ব্যবহারকারী গ্রুপের মডারেটর, মোঃ সোহেল রানা, রানিশংকৈল ফেসবুক ব্যবহারকারী গ্রুপের মডারেটর, আসমানী হাসান নিলাশা, রানিশংকৈল উপজেলা হিলফুল ফুজুল সংগঠন এর মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, মোছাঃ রাফিয়া ইসলাম রিমু ও রানিশংকৈল ফেসবুক ব্যবহারকারী গ্রুপের মডারেটর আয়েসা আক্তার পপি, সহ আরো অনেকেই।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan