কালুখালী ও গোয়ালন্দঘাট থানায় পুলিশ সুপারের, নতুন দুটি পিকআপ প্রদান

কালুখালী ও গোয়ালন্দঘাট থানায় পুলিশ সুপারের, নতুন দুটি পিকআপ প্রদান

217977753 995597054609815 1697273910617465649 N

শামিম বিশ্বাস, রাজবাড়ীঃ-আইডি নংঃ ১০১৫
আজ (৯ আগষ্ট) রোজ সোমবার রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয় থেকে, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। কালুখালী থানা এবং গোয়ালন্দঘাট থানায় নতুন দুটি পুলিশ পিকআপ প্রদান করে। এবং গাড়ির চাবি হস্তান্তর কর হয়। এ সময় উপস্থিত ছিলেন এম এম শাকিলুজ্জামান, পুলিশ সুপার , রাজবাড়ী। অতিঃ পুলিশ মোঃ সালাহউদ্দিন। (প্রসাশন ও অপরাধ), সহকারী পুলিশ সুপার জনাব সুমন কুমার আদিত্য (পাংশা সার্কেল), ডিআইও-১ (জেলা বিশেষ শাখা) সুমন কুমার শাহ, সহ সকল থানার অফিসার ইনচার্জ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan