সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি(৯৭৮), তারিখঃ-০৮/০৮/২০২১ খ্রি.ঃ- আজ ০৮ আগস্ট, ২০২১, রোজ রবিবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুন্দরগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম সরকার লেবু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সুন্দরগঞ্জ গাইবান্ধা।
সভায় প্রধান অতিথি বঙ্গমাতার জীবনী নিয়ে আলোকপাত করেন।
তিনি বলেন মহিলাদের কল্যাণের জন্য আজীবন কাজ করে গেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব।
তিনি আরও বলেন ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুর সুযোগ্য সহধর্মিণী ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আল মারুফ, উপজেলা নির্বাহী অফিসার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমূখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ ও আওয়ামিলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং দুঃস্থ ও বেকার মহিলাদের মাঝে সেলাই বিতরণ করা হয়।