কুমিল্লার জেলার ১৭ টি উপজেলা সহ কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে গণ টিকা কার্যক্রম শুরু

কুমিল্লার জেলার ১৭ টি উপজেলা সহ কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে গণ টিকা কার্যক্রম শুরু

Images

মো:সাইফুদ্দিন সোহেল।কুমিল্লা- নং: ১০২০
আজ থেকে সারাদেশে শুরু হলো করোনা প্রতিরোধে পরীক্ষামূলক গণ টিকার কার্যক্রম। সে ধারাবাহিকতা ধরে কুমিল্লার জেলার ১৭ টি উপজেলা সহ কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে গণ টিকা কার্যক্রম শুরু হয়। এই গণটিকা কার্যক্রম উদ্বোধন হয়। শনিবার সকাল ১০ ঘটিকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে গণ টিকা কার্যক্রম উদ্বোধন হয়, এই গন টিকা কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লার ৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিষ্ঠাতা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম, বাহারউদ্দিন বাহার। এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। পরে মাননীয় সংসদ নগরীর বিভিন্ন টিকা কেন্দ্র গুলোতে পরিদর্শন করেন। সকাল থেকে টিকা কেন্দ্র গুলোতে সাধারণ মানুষের উপড়েছড়া ভিড় লক্ষ করা গেছে। নগরীর প্রতিটি ওয়ার্ডে টিকা কেন্দ্র গুলোতে প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরা ওয়ার্ডের প্রতিটি মানুষদেরকে টিকা গ্রহণের জন্য উৎসাহ দিচ্ছে। উল্লেখ্য মহামারি করোনাভাইরাস আক্রান্ত এবং মৃত অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াতে এবং সাধারণ মানুষের জীবিকার জন্য লকডাউন তুলে দিচ্ছে। সরকার পূর্বঘোষিত গণটিক কার্যক্রম অংশহিসেবে এই পদক্ষেপ

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan