কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল শ্যূটিং প্রতিযোগিতা
- Update Time :
বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
-
২১
Time View
আইডি নংঃ ৯৯৬ মোঃ আরিফুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও রাইফেল ক্লাবের আয়োজনে শ্যূটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে কিশোরগঞ্জ রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেন সাবেক এবং বর্তমান শ্যূটাররা।
বর্তমান শ্যূটারদের ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম স্থান অর্জন করে ইতুন, দ্বিতীয় হয়েছে জিসা এবং তৃতীয় হয়েছে ইমু।
প্রাক্তন শ্যূটার এবং অতিথিদের নিয়ে আয়োজন করা হয় ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সাবেক শ্যূটার হাবিবা আক্তার রিপা, দ্বিতীয় হয়েছেন ফরিদ এবং তৃতীয় হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হোসেন সরকার।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হোসেন সরকার, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, নারী নেত্রী বিলকিস বেগম প্রমুখ।
প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
Please Share This Post in Your Social Media