গাইবান্ধা নিজস্ব রিপোর্টার (৯৭৮)। তারিখঃ-০৫/০৮/২০২১ খ্রিঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর জৈষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া পরিকল্পক ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ফুলছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুম,ফুলছড়ি, গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু রায়হান দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনাব সেলিম পারভেজ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফুলছড়ি ও সভাপতি, উপজেলা আওয়ামী লীগ।
সভায় বক্তারা শেখ কামাল এঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
তিনি ১৫ আগস্ট,১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সাথে শহীদ হোন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সভায় অংশগ্রহণ করেন।
এছাড়াও সভায় অফিসার ইন চার্জ,ফুলছড়ি থানা, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা ও রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।