সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ হতে পুলিশ সুপার কে ফুল দিয়ে বরন

সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ হতে পুলিশ সুপার কে ফুল দিয়ে বরন

231628177 3052771031667667 6871156132607200200 N

মোঃসামছু উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি(৬৯৬)
নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসাবে রংপুর জেলার কৃতি সন্তান এসএসসি-৯৫ব্যাচের মেদাবি ছাত্র শহিদুল ইসলাম গত ১লা আগষ্ট নোয়াখালীতে যোগদান করেন।শহিদুল ইসলাম জনাব আলমগীর হোসেনের যায়গায় পুষ্টিং প্রাপ্ত হলেন। আজ ৩রা আগষ্ট দুপুর বারোটার সময় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম নোয়াখালী জেলা শাখার পক্ষ হতে পুলিশ সুপার শহিদুল ইসলাম কে ফুল দিয়ে বরন করেন। এই সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি আয়াত উল্লাহ, সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি রিপন মজুমদার, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের সেনবাগ উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন স্বপন,সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সেনবাগ উপজেলা প্রতিনিধি প্রফেসর ড.আবু নাছের, নির্বাহী সদস্য ও দৈনিক একুশে সংবাদের সেনবাগ উপজেলা ও বিডি নিউজ ডট কম অনলাইনের নোয়াখালী প্রতিনিধি মোঃসামছু উদ্দিন লিটন, নির্বাহী সদস্য ও স্বদেশ প্রতিদিন পত্রিকার সেনবাগ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম খান, বঙ্গটিভির নোয়াখালী প্রতিনিধি মোঃফয়সল, অপরাধ চিত্রের নোয়াখালী প্রতিনিধি রোমানা ইসলাম।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan