ইয়াং হেল্প হিউম্যান বিডির নতুন প্রজেক্ট “অন্নদান”

ইয়াং হেল্প হিউম্যান বিডির নতুন প্রজেক্ট “অন্নদান”

218270166 3039069453037825 3908662962957021471 N

মোঃসামছু উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি(৬৯৬)
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় অবস্হিত ইয়াং হেল্প হিউম্যান বিডি বর্তমান করোনা ভাইরাসে ফ্রি অক্সিজেন সেবা চালু করে সেনবাগের মানুষের মনে জায়গা করে নিয়েছে। বর্তমানে চলমান করোনা মহামারীর এই কঠিন সময়ে হতদরিদ্র অনাহারী ভবঘুরে মানুষদের ক্ষুদা নিবারনের মহৎ উদ্দেশ্য নিয়ে ইয়াং হেল্প হিউম্যান বিডি টিম নিয়েছে “প্রজেক্ট অন্নদান” নামক আরো একটি সময় উপযোগি চলমান কর্মসূচী।
এই কর্মসূচীর আওতায় সেনবাগ বাজারে অবস্থিত পাগল, ভবঘুরে অনাহারী দুস্থ মানুষের জন্যে (সকালের নাস্তা অথবা দুপুরের খাবার) অন্তত ১ বেলা ভালো মানের খাবার তাদের মুখে তুলে দিবে।
খাওয়ার মেন্যুতে যা যা থাকবেঃ
দুপুরেঃ-ভাত, ডিম, সবজি, ডাল, চা।
অথবাভাত, বয়লার মুরগী, সবজি, ডাল।
সকালের নাস্তাঃ-পরটা, ডাল/ভাজি, চা।
রাতের খাওয়ার, হোটেলে যা থাকে
উপরোক্ত বিষয়ে ইয়াং হেল্প হিউম্যান বিডি পরিবারের সম্মানিত দাতা সদস্য, শুভাকাঙ্ক্ষীদের সু-পরামর্শ, দিক নির্দেশনা ও আর্থিক সহযোগিতা কামনা করছেন সংস্থার অন্যতম সদস্য মো রফিকুল ইসলাম রবি।
তিনি আরো জানান, ফান্ড থাকা সাপেক্ষে প্রজেক্ট চলমান থাকবে। “অন্নদান প্রজেক্ট” এ সাহায্য ও সহযোগিতা পাঠানোর জন্য তিনি ব্যাংক একাউন্ট নাম্বারগুলো সেইভ করে রাখার অনুরোধ জানান।আজ শুক্রবার অসহায় ও ভবঘুরে ৫ জন ব্যক্তিকে দুপুরের খাওয়া খাইয়ে উক্ত কর্মসুচির যাত্রা শুরুকরা হলো।
Accounts Title: Rafiqul Islam
Account Number: 20502910200328013
Bank Name: Islami Bank Bangladesh Ltd,
Senbagh Branch, Senbagh, Noakhali.
Mobile Banking:
রফিকুল ইসলাম রবি
01818-763665
(Rocket+7,bKash & Nagad Personal)
01862-069834 Jahid (bKash Personal)
01847-445654 Juweel (Nagad Personal)

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan