ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলার অফিসার ইনচার্জ, এস এম জাহিদ ইকবাল স্যার নিজ ব্যক্তিগত অর্থায়নে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের,
চলমান করোনা পরিস্থিতিতে যাদের ঘরে খাবার ছিলনা এবং লোকলজ্জা কিংবা ছবিতে ফ্রেমবন্দী হওয়ার ভয়ে সামনে আসছেননা, চেয়ে নিতেও পারছিলেন না, ডাউন পরিস্থিতিতে আয় রোজগারও করতে পারছিলেন না, জনপ্রতিনিধি বা দানশীল ব্যক্তির নিকট থেকেও সহযোগিতা গ্রহণ করতে পারছেন না এমন ব্যক্তি থাকলে তিনার মোবাইল নাম্বারে গোপনে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছিলেন।
রানিশংকৈল বাসি অনেকেই স্যার এ গোপন অনুদান পেয়ে সুবিধা ভোগি হন।।রানিশংকৈল বাসি স্যার এ মহানুভুতি দেখে মুগ্ধ হয় এবং দীর্ঘ আয়ু কামনা করেন।অফিসার ইনচার্জ, এস এম জাহিদ ইকবাল স্যারকে নিয়ে রানিশংকৈল বাসি গর্ববোধ করে।।।