গাইবান্ধায় মা’কে হত্যাকারী মাদকাসক্ত সন্তান র্যাবের কাছে আটক
- Update Time :
বুধবার, ১৪ জুলাই, ২০২১
-
২৭
Time View
গাইবান্ধাসংবাদদাতা(৯৭৮),
গতকাল ১৩ জুলাই রাতে র্যাব ১৩ সিপিসি ৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে মাকে হত্যা মামলার এজহারভূক্ত প্রধান আসামী সাজ্জাদুল হক ওরফে শাওন মিয়াকে (২৯) গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করেছে।
সাজ্জাদুল হকের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আব্দুস ছাদেক গতকাল (১৩/০৭/২১) সাজ্জাদুল হক ওরফে শাওনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় পেলান কোড ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং ১১।
র্যাবের জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে জানায় যে, সে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত এবং পূর্বে অনেকবারই মাদকের টাকার জন্য মারপিট করেছে।
গত ১২/০৭/২১ তারিখ সন্ধ্যায় মাদকাসক্ত অবস্থায় মাত্র ৫০ টাকার জন্য তার মা খাদিজা বেগমকে নিষ্ঠুর ভাবে নাকে মুখে আঘাত করে এবং বারবার তার বুকে লাথি মেরে মারাত্বকভাবে জখম করে।
তাকে জখম অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আসামীকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ব্যার-১৩।
Please Share This Post in Your Social Media