ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলায় ভাম্যমান আইনের আওতায় জরিমানা
- Update Time :
রবিবার, ১১ জুলাই, ২০২১
-
১২৪
Time View
নাহিদ হাসান লিটন
আইডি ৯৬৫
ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলায় কোভিড ১৯ এর কারনে সাধারন জনগন কে সচেতন বৃদ্ধির লক্ষ্যে রানিশংকেল চৌরাস্তা মোড়ে রানিশংকেল এসিলেন্ট (ভুমি) ও থানার ওসি সন্ধ্যা সাত টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত উপস্থিত থেকে পথযাত্রীদের ঘরমুখী করেন। সেই সাথে যে সব অসচেতন মানুষ মাক্স বিহীন অহেতুক এদিক সেদিক ঘোরাফেরা করে, সেসব মানুষকে ভাম্যমান আইনের আওতায় জরিমানা করে থাকেন।
Please Share This Post in Your Social Media