গাইবান্ধা জেলায় সরকারি বিধিনিষেধ পালনে প্রশাসন কঠোর অবস্থানে.

গাইবান্ধা জেলায় সরকারি বিধিনিষেধ পালনে প্রশাসন কঠোর অবস্থানে.

210102176 1902233733283407 7483715619108148197 N

এস. ইসলাম, গাইবান্ধা রিপোর্টার (৯৭৮), তারিখ ;০৭/০৭/২০২১ খ্রি.
আজ গাইবান্ধার শহরের বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ নাহিদুর রহমান, সদর,গাইবান্ধা। এসময় তিনি ১২০০০/- টাকা জরিমানা করেন। ব্যবসায়ীগণকে সরকারি আদেশ পালনের অনুরোধ করেন। তিনি বলেন জরুরী পণ্য দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ থাকবে। এব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। সহকারী কমিশনার মহোদয় শহরের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্য সাথে ছিলেন। গাইবান্ধা জেলার লকডাউন অমান্য করে শহরে আসার লোকজনকে বুঝিয়ে ঘরে ফেরত পাঠাতে পুলিশ সহ প্রশাসন কাজ করে যাচ্ছে। শহরের প্রবেশ মুখে পুলিশ চৌকি বসিয়ে যান চলাচল সীমিত করে দিয়েছে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কাউকে শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে। জেলার সকল উপজেলায় কড়াকড়ি ভাবে লকডাউন পালনে প্রশাসন ব্যস্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan