লোকমান হাকিম ( লিটন)
কুড়িগ্রাম প্রতিনিধি আইডি নং ১০০৮
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার
১৩ নং বল্লবভের খাস ইউনিয়নের সাধারণ মানুষের অনেক দিনের প্রত্যাশা একটি ব্রিজ।
এ এলাকায় প্রায় ৭টি গ্রামের সাড়ে সাত হাজার মানুষের বসবাস। যে গ্রামের সাথে রয়েছে ৩নং বামনডাঙ্গা ইউনিয়ন সহ নাগেশ্বরী উপজেলা একমাত্র যোগাযোগ ব্যবস্থা।
এ এলাকার মানুষ প্রতি নিয়োত এ পথে চলাচল করে থাকেন।
বিভিন্নভাবে বিভিন্ন জন প্রতিনিধিরা তাদের আশা দেখালেও আশার প্রতিফল দেননি কখনো।
যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হওয়ায় তারা শিক্ষা সংস্কৃতি সহ আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।