একটু বৃষ্টিতে রাস্তাঘাট এর বেহাল অবস্থা

একটু বৃষ্টিতে রাস্তাঘাট এর বেহাল অবস্থা

205929171 320119156404161 3194770638272707335 N

নাহিদ হাসান লিটল,আইডি ৯৬৫(ঠাকুরগাঁও)ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ৪ নং বহতি ওয়ার্ডের উত্তর বহতি গ্রামের একটু বৃষ্টিতে রাস্তাঘাট এর বেহাল অবস্থা। ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ৪ নং বহতি ওয়ার্ডের সকল লোকজন এ রাস্তা দিয়ে হরিপুর উপজেলা, থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সকল ধরনের কাজ করতে গেলে এ রাস্তা দিয়ে যাতায়াত করা লাগে। এমতা অবস্থায়, ৪ নং বহতি ওয়ার্ডের সকল লোকজন চলাফেরায় খুব কষ্টকর হয়ে দাঁড়ায়,৪ নং ওয়ার্ডের লোকজন সাথে কথা বলে জানা যাই, স্থানীয় জনপ্রতিনিধিদের গ্রামের এই কঠিন বিপদে কোন সাড়া পাওয়া যায় না। একাধিকবার ফোন দিয়েও কোন কাজ হয় না । পরিশেষে কাদার মধ্যেই গ্রামের মানুষদের চলাফেরা করতে হয় ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan