আইডি নংঃ ৯৯৬
মোঃ আরিফুল ইসলাম
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্ডিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণি ছাত্র রিয়াদ নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রিয়াদ উপজেলার চন্ডিপাশা গ্রামের ইসমাইলের ছেলে । পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাতটায় অটোরিক্সা চার্জিংয়ের থাকা অবস্থায় গাড়ি ধরার সাথে,সাথে রিয়াদ (১০) বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।