ঠাকুরগাঁও জেলায় কোভিড ১৯ সংক্রমণ বৃদ্ধি

ঠাকুরগাঁও জেলায় কোভিড ১৯ সংক্রমণ বৃদ্ধি

205846384 318032483279495 2322675735659188147 N

নাহিদ হাসান লিটন(ঠাকুরগাঁও) আইডি ৯৬৫
ঠাকুরগাঁও জেলায় কোভিড ১৯ সংক্রমণ ব্যাপক বৃদ্ধি।সংক্রমণ বৃদ্ধি পেয়েছে
রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় কোভিড ১৯ সংক্রমণ ব্যাপক বৃদ্ধি। এই সংক্রমণ কমানোর লক্ষ্যে জেলা টিকে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবুও কমেনা এই সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ও মৃত্যু দুটোই বৃদ্ধি পায়। এদিকে জেলা প্রশাসন কোভিড ১৯ সংক্রমণ রোধ করার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে।
জেলা প্রশাসন প্রত্যেকটি উপজেলায় চেকপোস্ট ও ভ্রাম্যমান আইনে জরিমানা জারি করে।তার পরে ও মানুষের সমাহার কমানো যায় না। প্রশাসনিক লোক আসলে ই লোক জন সচেতন হয়, একটু দূরে গেলেই আবার আগের মতো ই চলা ফেরা শুরু হয়ে যায়। দেখে মনে হয় চোর পুলিশের খেলা। বিশেষজ্ঞদের মতে এই জেলার মানুষ অসচেতনতার কারণে কোভিড ১৯ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।আজ ২৯/৬/২০২১ ঠাকুরগাঁও জেলায় কোভিড ১৯ আপডেট :

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan