নীলফামারীর ডোমারে অসুস্থ ছাগলের মাংস বিক্রির চেষ্টা

নীলফামারীর ডোমারে অসুস্থ ছাগলের মাংস বিক্রির চেষ্টা

Download

সুমন রেয়াজী।আইডি৪২০,ডোমার, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় অসুস্থ ছাগলের মাংস বিক্রি করার সময় আব্দুল মালেক ও মানিকের নিকট হতে ছাগলের মাংস জব্দ করা হয়। ২৩ জুন বিকালে ডোমার উপজেলার মির্জাগঞ্জ হাটে অসুস্থ ছাগলের মাংস বিক্রির চেষ্টা করলে তাদের আটক করা হয়। আব্দুল মালেক বলেন, বাড়িতে হঠাৎ ছাগলটির পেট ফুলে গেলে তাড়াতাড়ি ছাগল জবাই করে হাটে বিক্রি করতে নিয়ে আসে। ছাগলটি ১৮০০ টাকায় ছাগলের মাংস বিক্রেতা মানিকের কাছে বিক্রি করে। ডোমার উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল আমিন রহমান হাট পরিদর্শনের সময় ছাগলের মাংস বিক্রেতা মানিক ওরফে গিলটির কাছ থেকে আনুমানিক ছয় কেজি ছাগলের মাংস জব্দ করে। পরে সেই মাংস মাটি চাপা দেওয়া হয়। আব্দুল মালেক ও মানিককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan