অসুস্থ কাজল রেখার পাশে মানবিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব

অসুস্থ কাজল রেখার পাশে মানবিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব

199280575 823135425299529 2779961635463816051 N

ডেস্ক রিপোর্ট।।
১৯ জুন ২০২১খ্রি. শনিবার বিকালে তিতাসের গাজীপুরে কিডনি জনিত রোগে আক্রান্ত কাজল রেখাকে ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে উপহার হিসেবে চিকিৎসা বাবদ ১০,০০০ ( দশ হাজার টাকা) প্রদান করা হয়। ক্লাবের পক্ষে অসুস্থ কাজল রেখার হাতে টাকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ সেলিম সবুজ, বর্তমান সভাপতি মেহেরাব হোসেন সুমন , সাধারণ সম্পাদক সবুজ আহমেদ ,
সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ জামান, ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান নিরব ও ভিটিকান্দি ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি সালাহ্উদ্দিন শিকদার প্রমূখ।
বিশেষভাবে একজনের কথা অবশ্যই বলতে হয়, নাম তার রাসেল মুন্সি। এফবি নিউজ চ্যানেলের চেয়ারম্যান। যিনি সকলের নজরে এনেছেন কাজল রেখার বিষয়টি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan